ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের এক ছাত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন এবং কক্ষে আটকে রাখার অভিযোগে স্বপ্ননিবাস হোস্টেলের পরিচালক রাজিয়া বেগমকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১০টার দিকে তেজগাঁও কলেজের পার্শ্ববর্তী স্বপ্ননিবাস ছাত্রী হোস্টেলে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই ছাত্রী জানান, ওই রাতে তার এক আত্মীয় স্বপ্ননিবাস হোস্টেলে দেখা করতে আসেন। বিষয়টি জানার পর হোস্টেলের পরিচালক অতিরিক্ত ১ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় পরিচালক ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীর গায়ে হাত তোলেন এবং তাকে রুমে আটকে রাখেন। বন্ধুরা আমাকে হাসপাতালে নিতে চাইলেও পরিচালিকা বাধা দেন। বিষয়টি অবগত হয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হককে সঙ্গে নিয়ে স্বপ্ননিবাস হোস্টেলে যান। এ সময় উপস্থিত ছিলেন জিয়াউর রহমান হলের ভিপি, সূর্যসেন হলের ভিপি এবং হাজি মুহাম্মদ মুহসিন হলের সমাজসেবা সম্পাদকসহ আরও কয়েকজন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে হোস্টেলের পরিচালিকাকে আটক করে থানায় নিয়ে যায়। ওসি ইমাউল হক বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগীর চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।