কাদুটি, পাইকের করতলা, চাঁদসার ও লনাই এ চারটি কুমিল্লার চান্দিনা উপজেলার বরুড়া সীমান্তবর্তী গ্রাম। এখানে প্রায় শত বছর ধরে পানের চাষ হচ্ছে। পান চাষে গ্রামগুলোয় এসেছে রঙিন সমৃদ্ধি। সবচেয়ে বেশি পান চাষ হয় কাদুটি গ্রামে। এ গ্রামের ৮০ ভাগ মানুষ পান চাষি, ব্যবসায়ী ও শ্রমিক হিসেবে কাজ করছে। এখানে মহালনী, চালতাগোটা ও সাচি জাতের পানের চাষ হয়। এদিকে কুমিল্লাসহ সারা দেশে উৎসব-আড্ডা, চা দোকান আর গৃহস্থের বাড়িতে পান খাওয়ার প্রচলন রয়েছে। সরেজমিন দেখা যায়, বাঁশের টুকরোয় খুব যত্নে বেড়ে উঠেছে পানের চারা। ওপরে দেওয়া হয়েছে খড়ের হালকা ছাউনি। যার ফাঁক দিয়ে হালকা সোনালি আলো পানের পাতায় পড়ে লুকোচুরি খেলছে। পানের উৎপাদন বৃদ্ধিতে পরামর্শ দিচ্ছেন স্থানীয় উপসহকারী কর্মকর্তা সুলতান আহমেদ। কাদুটি গ্রামের ইউনুছ মিয়ার জমিতে গিয়ে দেখা গেছে, তিনি পান চিবোতে চিবোতে কাজ করছেন। জানান, এক একরের বেশি জমিতে পান চাষ করেছেন। খরচ হয়েছে সাড়ে ৮ লাখ। বিক্রি দ্বিগুণের বেশি হয়েছে। জমিতে একবার পান লাগালে তা ১০ বছর বা তারও বেশিদিন ফলন দেয়। কৃষক আবুল বাশার বলেন, ‘আমাদের কাদুটি গ্রামের ৮০ ভাগ মানুষ পান চাষে জড়িত। এ পান ১৫ দিন পরপর ওঠানো হয়। পান চাষের কারণে এলাকার মানুষ সচ্ছল হয়েছে।’ কৃষক কামাল হোসেন জানান, ৩০ শতক জমিতে ৪ লাখ টাকা খরচ হয়েছে তাঁর। ভালো লাভ পেয়েছেন। পাইকারি ব্যবসায়ী মিন্টু চন্দ্র দত্ত বলেন, ‘এখানের পান বিভিন্ন উপজেলায় যায়। এ পানের স্বাদ চমৎকার।’ উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মোরশেদ আলম বলেন, ‘চান্দিনা উপজেলায় ৪২ হেক্টর জমিতে পান চাষ হয়। কাদুটিতে হয় ১২ হেক্টর জমিতে। ১ বিঘা জমিতে খরচ ৩ লাখ টাকা। বিক্রি হয় সাড়ে ৬ লাখ টাকা। এটি ছায়াজাতীয় ফসল। চান্দিনায় আরও পান চাষের সম্ভাবনা রয়েছে।’
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        