রাজধানীর মধ্য বাড্ডায় গুলিবিদ্ধ হয়ে মামুন শিকদার (৩৯) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে মধ্য বাড্ডা উসমানের বাড়ির বিকাশের মেসে এ ঘটনা ঘটে। গতকাল দুপুরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। মামুন পটুয়াখালীর দুমকী উপজেলার আলগি গ্রামের আবদুল খালেক শিকদারের ছেলে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, মেসের একটি কক্ষে প্রতিদিন রাতে মাদক বিক্রি ও সেবন হতো। মঙ্গলবার রাতে মাদক বিক্রেতা আবুল, লিটন, সোহাগ, রিপনসহ ৭/৮ জন ছিল ওই রুমে। মামুন গুলিবিদ্ধ হওয়ার পর তাদের দুজন মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। জানা গেছে, মাদক কারবারি ও মাদকাসক্তদের অত্যাচারে অতিষ্ঠ সেখানে বসবাসরত লোকজন। কারবারিদের ভয়ে কেউ কিছু বলতে পারেন না। কিছু বলতে গেলে অত্যাচারের শিকার হতে হয় তাদের।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, কে বা কারা মামুন শিকদার নামে ওই ব্যক্তিকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি একজন গাড়িচালক ছিলেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের বিভিন্ন টিম কাজ করছে। মামুন যে বাসায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছে তিনি সে বাসায় থাকতেন না।
বাড্ডা থানার এসআই মো. হাসানুর রহমান জানান, মাদক কারবারিদের কোনো দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। তবে তা বিস্তারিত তদন্তের পরেই বলা যাবে।