ভালোলাগা, ভালোবাসা, তারপর পরিণয় মানে বিয়ে। বিবাহিত জীবনের প্রথম দিনগুলো যেন একটু বেশি দ্রুততায় কেটে যায়। এরপর ভালোবাসার প্রতীক হয়ে জন্ম নেয় সন্তান। এখানেই দেখা যায়, থমকে গেছে কোনো কোনো দম্পতির মধ্যকার অন্তরঙ্গ প্রেমময় মুহূর্তগুলো। বিশেষ করে অনিয়মিত বা আড়ষ্ট হয়ে যায় যৌন জীবন।
পুরুষদের ক্ষেত্রেই সমস্যাটা বেশি লক্ষ্য করা যায়। কারণ সন্তানের জন্মের পর অনেক নারীই আছেন যারা স্বামীর দিকে একেবারেই মনযোগ দেন না। তাদের সার্বক্ষণিক চিন্তা-ভাবনা থাকে সন্তানকে ঘিরে। এতে করে স্বামী ভদ্রলোকটি যে কেবল স্ত্রীর সান্নিধ্য থেকে বঞ্চিত হন তা নয়, স্বাভাবিক যৌন সম্পর্ক থেকে দূরে সরে যেতে হয় তাকে।
এদিকে, সন্তানের জন্মের পর প্রায় ছয় সপ্তাহ পর্যন্ত যৌনসঙ্গম থেকে স্বামী-স্ত্রীকে বিরত থাকতে নিষেধ করেন চিকিৎসকরা। অনেকেই মনে করেন, এ সময়টায় দাম্পত্য জীবনের উষ্ণতায় বাধা পড়ে। কিন্তু চিকিৎসকরা বলছেন সম্পূর্ণ ভিন্ন কথা। তাদের মতে, সঙ্গম বা সহবাসই দাম্পত্য সম্পর্কের সবটুকু নয়, বরং এই সময়টাতেই সম্পর্ক সবচেয়ে বেশি গভীর হয়ে ওঠে। এ ব্যাপারে জেনে নিন চিকিৎসকদের দেওয়া কিছু টিপস:
- সন্তান জন্মের পরের প্রায় ৬ সপ্তাহ স্বামী-স্ত্রী মেতে উঠতে পারেন নির্ভেজাল আদরে।
- এ সময় 'লাভ প্লে'তেই ব্যস্ত থাকুন কিছুটা সময়। দু'জনের সম্মতিতে মৈথুন ঘটুক হালকা ছোঁয়ায়।
- স্বাভাবিক প্রাকৃতিক নিয়মে নারীরা এই সময় সঙ্গমে লিপ্ত হতে না পারলেও স্বামীর সাহায্য নিয়ে অনায়াসে মেলে ধরতে পারেন নিজের যৌনতা।
- তবে এই সময় 'ওরালসেক্স' থেকে নিজেদের বিরত রাখতে হবে। কারণ এতে ভাইরাসের আক্রমণের স্ত্রী বা স্ত্রীর মাধ্যমে সন্তানের ক্ষতি হতে পারে।
- পুরুষদের উচিত এ সময়টাতে নিজেকে যতটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। কারণ সদ্য জন্মানো শিশুটি বেশিরভাগ সময় কাটায় মায়ের কাছে।
- আর পুরুষদের জন্য দরকারী পরামর্শটি হলো: যাই করবেন তা করুন স্ত্রীর সম্মতিতে। আর অবশ্যই নিয়মিত যোগাযোগ রাখতে হবে চিকিৎসকের সঙ্গে।