ছোটকাল থেকে একজন মানুষ শিখে আসে যে সে কখনো মিথ্যা বলবে না। শিশুকালে পাওয়া গুরুত্বপূর্ণ এ উপদেশ সত্ত্বেও মানুষ মিথ্যা বলা থেকে বিরত হয় না। একথা সকলের ক্ষেত্রে যে সবসময় সঠিক তা কিন্তু নয়। তবে বেশির ভাগ মানুষই মিথ্যা বলতে দ্বিধা করে না। মিথ্যাকে বলা থেকে যেতে পারে মানুষের না পছন্দের বিষয়গুলোর মধ্যে একটি হিসেবে। কমবেশি সবাই মিথ্যা বললেও নারীরা নাকি কখনো কখনো বেহুদাই মিথ্যা কথা বলে।
অবস্থান ও পারিপার্শ্বিকতার ওপর মিথ্যার ধরন নির্ভর করলেও নারীরা নাকিএমন কিছু ‘মিথ্যা’ সচরাচর বলে থাকেন যা কোনো অবস্থান বা পারিপার্শ্বিকতার সঙ্গে যায় না।
তারা যেসব মিথ্যা বলতে স্বাচ্ছন্যবোধ করে সেগুলো হলো_
আমি কখনোই তোমার ফোনের জন্য অপেক্ষা করিনি; আমি তোমাকে পছন্দ করি এটা ঠিক, কিন্তু বিষয়টি কখন ভালোবাসায় রূপ নিলো তা বুঝতে পারিনি; যদি আমি এখন কারো সঙ্গে বিছানায় যেতে চাই, তা হলে একমাত্র তুমি; আমরা বিলটি শেয়ার করতে পারি, কেন তুমি সবসময় আমাকে ট্রিট দেবে?; আমি এটি এত পছন্দ করবো তা কখনো চিন্তায় আসেনি; সেক্স ইজ দ্য গ্রেট ফান; আমি কখনো পসেসিভ হব না
এবং তোমার সঙ্গে খেঁচ খেঁচ করবো না; তুমিই সে মানুষ যাকে আমি মন থেকে চেয়েছি; না, তোমার কোনো ভুল নেই, হয়তো আমার কোথাও ভুল হয়েছে; যদি তুমি আমার বন্ধু হতে চাও, আমি তাতে কিছু মনে করব না; যদিও বিষয়টি নিয়ে আমিও ভেবেছি তুমি কেন বিষয়টি জটিল করছো? এবং আমি নিজেকে নিয়ে ভালো আছি।
তবে নারীরা উপরোক্ত মিথ্যাগুলো প্রিয় মানুষ বা কোনো বিশেষ সম্পর্ক রক্ষার জন্যই বলে থাকে বলে মনে করা হয়।