একটা বিষয় খেয়াল করলেই দেখা যায়, সবাইকে কিন্তু মশা পছন্দ করে না। অর্থাৎ, সবাইকে কিন্তু মশা সমান কামড়ায় না। একসঙ্গে বসে আছেন অথচ মশা কেবল আপনাকেই কামড়াচ্ছে। এমন অনেক মানুষ আছেন যাদের আবার ধারেকাছেই যেতে যায় না মশা। এ ‘রহস্যে’র তথ্য হয়তো এবার আবিষ্কার করতে সক্ষম হয়েছেন গবেষকরা।
মশা কেন কাদের বেশি কামড়ায় এর কারণ আবিষ্কারের কাছাকাছি পৌঁছানো সম্ভব হয়েছে বলে দাবি অস্ট্রেলিয়ার একদল গবেষকের।
গবেষকরা বলছেন, সাধারণত স্ত্রী মশারাই মানুষকে কামড়ায়। এদের বিভিন্ন প্রজাতিই মানুষ কামড়ানোর জন্য দায়ী। আর যারা ‘বিয়ার’ ও ‘অ্যালকোহল’ জাতীয় পানীয় পান করেন, কিছু প্রজাতির মশা তাদের বেশি আকৃষ্ট করে।
মশা বিষয়ক গবেষক ড. ক্যামেরুন ওয়েব বলেন, নিঃশ্বাসের মাধ্যমে নির্গত কার্বন-ডাই অক্সাইড থেকেই মশা আসে। এছাড়া শরীর থেকে নির্গত রাসায়নিক পদার্থের সংমিশ্রণের ফলে সৃষ্ট গন্ধ মশাদের আকৃষ্ট করে। এছাড়া রক্তের গ্রুপও মশা বেশি-কম কামড়ানোর জন্য দায়ী।
তবে প্রাচীন একটি বিষয় প্রচলিত রয়েছে যে, পর্যাপ্ত পরিমাণে রসুন গ্রহণ করলে ও চিনি এড়িয়ে চললে মশার কামড় থেকে দূরে থাকা সম্ভব।
বিডি-প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ