ধূমপান মৃত্যুঝুঁকি বাড়ায় একথা সকলেরই জানা। এসব নিয়ে সিগারেটের প্যাকেটে বিভিন্ন ধরনের সংবিধিবদ্ধ সতর্কীকরণও লেখা থাকে। তবে সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, ধূমপানজনিত কারণে মৃত্যুঝুঁকি ধারণার চেয়েও বেশি। সম্প্রতি বিএমসি মেডিসিন জার্নালে প্রকাশিত অস্ট্রেলিয়ান এক গবেষণায় উঠে এসেছে, ধূমপায়ীদের ৬৭ শতাংশেরই ধূমপানজনিত অসুখে মৃত্যু হয়।
গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ১০টি করে সিগারেট খেলে মৃত্যুর ঝুঁকি দ্বিগুণ হয়ে যায়। আর ২০টি করে সিগারেট খেলে মৃত্যুর আশঙ্কা ৫ গুণ বেড়ে যায়। গবেষকরা বলেছেন, ধূমপানের অভ্যাসের ফলে ধূমপায়ীদের প্রতি ৩ জনের ২ জন মারা যায়। এছাড়া তাদের আয়ু গড়ে ১০ বছর কমে যায়। ২ লাখ মানুষের মাঝে চালানো ওই গবেষণায় দেখা গেছে, একজন অধূমপায়ীর তুলনায় একজন ধূমপায়ীর মৃত্যু ঝুঁকি ৩ গুণ বেশি থাকে।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ও গবেষক দলের প্রধান এমিলি ব্যাংকস বলেন, কিন্তু ৪৫ বছর বয়সের আগে ধূমপান ছেড়ে দিলে এসব ঝুঁকির বেশির ভাগই থাকে না। এর আগে যুক্তরাজ্যের এক গবেষণায় দেখা যায়, অর্ধেক ধূমপায়ী ধূমপানজনিত অসুখের কারণে মারা যায়।
বিডি-প্রতিদিন/ ৮ মার্চ ২০১৫/শরীফ