কাপড় কিনতে গিয়ে প্রায়ই আমাদের ঠকতে হয়। বেশি দাম দিয়ে কাপড় কিনে এনেও অনেক সময় দেখা যায় এক ধোয়ায় বদলে গেছে চেহারা। লাল কাপড় হয়ে গেছে গোলাপী, বা নীল হয়ে গেছে আকাশী। রঙ ওঠার সমস্যার কারণে অনেক কাপড় আলাদাভাবে ধুতে হয়। তাহলে কীভাবে বুঝবেন কাপড়ের রঙ পাকা কিনা? জেনে নিন কিছু উপায়।
- দোকানে তো আর আপনি কাপড় পানিতে ভিজিয়ে যাচাই করতে পারবেন না। তাই বুঝতে হবে চোখে দেখেই। কাপড়ের রঙ পাকা না হলে রঙটি স্বাভাবিকের চাইতে অনেক বেশি উজ্জ্বল দেখাবে। তখনই আপনাকে মনে করতে হবে যে, চকচক করলেই সোনা হয় না। এই অস্বাভাবিকতা চোখে দেখেই ধরা যায়।
-কাপড়ের রঙ উঠবে, কি উঠবে না সেটা বোঝার আছে আরও একটি উপায়। কাপড়ের এক কোণা একটু ভিজিয়ে নিন সাবান পানি দিয়ে। তারপর কয়েক মিনিট রেখে হাত দিয়ে কচলে দেখুন। যদি রঙ ওঠে তাহলে বুঝবেন ঠকেছেন।
-কাপড়ের খানিকটা অংশ ভিজিয়ে নিন, তারপর ওপরে একটি সাদা সুতি কাপড় রেখে ইস্ত্রি করুন। সুতি কাপড়টি যদি সাদাই থাকে, তাহলে আপনার কাপড়ের রঙ পাকা। নাহলে আপনি ঠকেছেন।
কাপড়ের রঙ পাকা না হওয়ার অর্থ এই কাপড়টি টেকসই না। কিছুদিন পর এটি ফেড হয়ে যাবে এবং আপবি অহেতুকই দাম দিয়ে কিনেছেন। এক্ষেত্রে দোকানীর কাছে ফেরত নিয়ে যাওয়াই ভালো। যেহেতু সম্পূর্ণ কাপড়টি ধোয়া হয়নি, তাই ফেরত দিতে অসুবিধা হবে না। আর প্রমাণও আপনার কাছেই আছে।
খারাপ ফেব্রিকে রঙ ভালো করে বসে না, খারাপ রঙও ঠিকমতো লাগতে চায় না। যাই হোক না কেন, পোশাকটি পরার কথা ভাববেন না। কাপড় থেকে যে রঙ উঠে আসে, তা আপনার ক্যান্সারের কারণও হতে পারে।
বিডি-প্রতিদিন/২৩ মার্চ ২০১৫/ এস আহমেদ