শিশুতোষ গল্পগ্রন্থ ‘ভূতের ছানা’র মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার রাতে নরসিংদী প্রেস ক্লাবে ভংগারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষিকা আফসানা রহমানের লেখা বইটির মোড়ক উন্মোচন করেন শিবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর মো. রুহুল সগীর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট নাজমুল আলম, বুটেক্সের সহযোগী অধ্যাপক ডক্টর আজমল মোর্শেদ, নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানসহ কবি, সাহিত্যিক ও সুহৃদবৃন্দ।
শিল্পপতি মো. দেলোয়ার হোসেন ভূইয়া ভূতের ছানা বইটির ১৫০টি কপি ক্রয় করে নরসিংদীর বিভিন্ন স্কুলে বিতরণ করেছেন। অতিথিরা বক্তব্য দিতে গিয়ে ভূতেরা ছানা বইটির প্রসংশা করেন। পাশাপাশি আফসানা রহমানকে আরও শিশুতোষ বই প্রকাশের অনুরোধ করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        