৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৩১

ত্বকের আর্দ্রতায় গ্লিসারিন

শীতে নির্জীব ত্বকে লাবণ্য ফেরাতে কিন্তু জাদুর মতো কাজ করে গ্লিসারিন। ময়েশ্চারাইজার হিসেবেও গ্লিসারিন সহজলভ্য ও আরামদায়ক। তবে সঠিক উপায়ে তা ব্যবহার করা প্রয়োজন। দেখে নেওয়া যাক, বিস্তারিত...

ত্বকের আর্দ্রতায় গ্লিসারিন

কেন গ্লিসারিন ব্যবহার করবেন?

শীতের রুক্ষতার সমাধানে ক্রিম বা লোশনের চেয়ে কার্যকরী গ্লিসারিন। তবে সহজলভ্য হলেও দীর্ঘদিন এর ব্যবহার উচিত নয়। এটি ত্বকের নতুন কোষ গঠনে সহায়তা করে। এন হিউমেকট্যান্ট এবং হাইগ্রোস্কোপিক উপাদান তৈলাক্ত ত্বকে সৌন্দর্য ফিরিয়ে আনতে সাহায্য করে। ফলে ব্রণ, অ্যাকনে, ব্ল্যাকহেডস ইত্যাদির মতো সংক্রমণ দূরে থাকে। এমনকি এর ব্যবহারে ত্বকে বার্ধক্যের ছাপও সহজে পাড়ে না। এছাড়া মেছতা, চুলকানি, প্রদাহ ও কর্কশভাব কাটিয়ে ত্বককে রাখে লাবণ্যময়। এটি ত্বকের পানির ভারসাম্য বজায় রাখে।

মুখ-ত্বকের প্রাকৃতিক টোনার

মুখ-ত্বকে গ্লিসারিন সরাসরি ব্যবহার করবেন না। গ্লিসারিন ব্যবহারের আগে কয়েক ফোঁটা পানি মিশিয়ে নিতে হবে। সেক্ষেত্রে দুই চা-চামচ পানি বা গোলাপজলে এক চা-চামচ গ্লিসারিন মিশিয়ে নিন। মিশ্রণটিতে তুলা ভিজিয়ে ত্বকের টোনার হিসেবেও ব্যবহার করা যায়। পাশাপাশি লিপবামের জারে কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে নিতে পারেন।

হাত-পায়ের যত্নে গ্লিসারিন

কয়েক ফোঁটা পানির সঙ্গে ১-২ ফোঁটা গ্লিসারিন মিশিয়ে নিন। মিশ্রণটি বডি লোশনের বোতলে মিশিয়ে ঝাঁকিয়ে নিন। আর প্রতিদিন ব্যবহার করুন। এ ছাড়া সামান্য বেকিং সোডা, এক চা-চামচ গ্লিসারিন ও গোলাপজল, ২ চা-চামচ মুলতানি মাটি, ২ চা-চামচ ব্রাউন সুগার একসঙ্গে মিশিয়ে একদিন পরপর হাত-পায়ের ত্বকে আলতো করে সার্কেল এন্টি সার্কেল করে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। চাইলে গোসলেও গ্লিসারিন ব্যবহার করতে পারেন।

লিখেছেন : নূরজাহান জেবিন

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর