৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:৫১

বইমেলায় উমর ফারুকের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘দ্রোহের উপধারা’

অনলাইন ডেস্ক

বইমেলায় উমর ফারুকের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘দ্রোহের উপধারা’

বইমেলায় এসেছে জনপ্রিয় কথাসাহিত্যিক কবি সাংবাদিক ও গীতিকার উমর ফারুকের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘দ্রোহের উপধারা’। অমর একুশে বইমেলায়-২০২৩ এ কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে ‘ভাষাতরী প্রকাশন’। মেলায় বই পাওয়া যাচ্ছে ভাষাতরীর ১০২নং স্টলে। চার ফর্মার কাব্যগ্রন্থটির মূল্য-২০০ টাকা। কাব্যগ্রন্থটির প্রচ্ছদ করেছেন-শিল্পী আইয়ুব আল আমিন। 

এ সম্পর্কে কবি উমর ফারুক বলেন, ‘দ্রোহের উপধারা’ আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ। প্রথম কাব্যগ্রন্থ ‘হৃদয়ের পরবাসে’ প্রকাশিত হয় ২০০৯ সালে প্রকাশিত হয়। ওই কাব্যগ্রন্থটি পাঠক হৃদয়ে সমাদৃত হয়েছে। দীর্ঘ বিরতির পর দ্বিতীয় কাব্যগ্রন্থটি প্রকাশ পেল। কাব্যগ্রন্থটি যে কবিতাগুলো দিয়ে সাজানো হয়েছে তা সবই সমাজের বাস্তবচিত্র অবলম্বনে। প্রতিটি কবিতা পাঠকের মন টানবে। কেননা, প্রতিটি কবিতায় এক-একটি বার্তা দেওয়া আছে। 

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর