২৪ এপ্রিল, ২০১৯ ১২:২০

মমতার বায়োপিকের ট্রেলার সরিয়ে নেয়ার নির্দেশ

অনলাইন ডেস্ক

মমতার বায়োপিকের ট্রেলার সরিয়ে নেয়ার নির্দেশ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জীবনি নিয়ে নির্মিত ছবি 'বাঘিনী' সিনেমার ট্রেলার সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ১৩ এপ্রিল ট্রেলারটি প্রকাশ করা হয়েছিল। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রুমা চক্রবর্তী।  

ভারতের লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ ধাপে ধাপে হচ্ছে। পঞ্চম ধাপে ভোট গ্রহণের তিন দিন আগে ৩ মে 'বাঘিনী' ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন জানায়, তিনটি ওয়েবসাইটে 'বাঘিনী' ছবির ট্রেলারটি আপলোড করা হয়েছিল। তা যাতে সরিয়ে নেওয়া হয়, সেই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। পশ্চিমবঙ্গে কমিশনের সিইও-কে এই নির্দেশ দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, 'বাঘিনী' সিনেমাটি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল বিরোধী রাজনৈতিক দল। তাদের দাবি, নির্বাচনের সময় মুখ্যমন্ত্রীর বায়োপিকের ট্রেলার দেখানো নির্বাচন কমিশনের আচরণবিধির লঙ্ঘন। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিকের মুক্তিও স্থগিত করেছিল নির্বাচন কমিশন।

সূত্র: জি নিউজ ও এনডিটিভি

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর