মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, গত ৩০ বছর যারা সরকার পরিচালিত করেছেন তারা দেশের জন্য কোনো উন্নয়নের কাজ করেনি। বর্তমান সরকার দেশের জন্য ব্যাপক উন্নয়নের কাজ করেছেন।
মঙ্গলবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমদ রেজা আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ।
আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, চাপাইর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুজ্জামান সেতুসহ বিভিন্ন আওয়ামী লীগের নেতা কর্মীরা।
বিডি প্রতিদিন/এমআই