১২ মে, ২০২১ ১৪:৩৬

ভারত হিমসিম খাচ্ছে, আমাদের সতর্ক থাকতে হবে: শিল্পমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি:

ভারত হিমসিম খাচ্ছে, আমাদের সতর্ক থাকতে হবে: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহামুদ হুমায়ন বলেছেন, করোনার প্রভাবে সারা বিশ্ব আজ লণ্ড ভণ্ড। আমাদের পার্শ্ববর্তী দেশ হিমসিম খাচ্ছে। সেখানে চিতার আগুন এখনো নিভছে না। এই বিষয়গুলো মাথায় রেখে সৌদি আববের মত দেশ ধর্মীয় বিষয়গুলো শিথিল করে দিয়েছে। সামনে ঈদ। তাই সেই বিষয় গুলো আমাদের মাথায় রেখে জীবন জীবিকা পালন করতে হবে। নয়তো বিপদ আমাদের পিছু ছাড়বে না। 

মন্ত্রী আরো বলেন, আমরা করোনার প্রথম ওয়েব মোকাবেলা করেছি। দ্বিতীয় ওয়েব সাবাইকে মিলে মোকাবেলা করাতে হবে। সরকার অব্যাহত ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন জনগণকে সচেতন হতে হবে।

আজ বুধবার সকালে নরসিংদী চেম্বার অব কর্মাসের উদ্যোগে মুসলেহ উদ্দিন স্টেডিয়ামে এক হাজার গরীব দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

নরসিংদী চেম্বার অব কর্মাসের সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক আলী হোসেন শিশির (সিআইপি) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, নরসিংদী পুলিশ সুপার আশরাফুল আজিম(পিপিএম)। এসময় চেম্বারের সকল পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর