২২ সেপ্টেম্বর, ২০২১ ২২:১৬

ই-কমার্স পরিচালনায় আইন তৈরি করা প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

ই-কমার্স পরিচালনায় আইন তৈরি করা প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

ডিজিটাল কমার্স (ই-কমার্স) ব্যবসায় সাম্প্রতিক সমস্যা নিয়ে পর্যালোচনা সভায় বসে বাণিজ্য মন্ত্রণালয়। এতে অংশ নেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ই-কমার্স পরিচালনায় আইন দরকার জানিয়ে বলেন, ‘অনেক মানুষ ই-কমার্সে প্রতারিত হয়েছে। এ জন্য এটি পরিচালনায় আইন তৈরি করা প্রয়োজন। দেশের কোনও মানুষ যাতে ডিজিটাল বাণিজ্যে প্রতারিত না হন, সে জন্য পদক্ষেপ নেওয়া জরুরি।’

বুধবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত পর্যালচনা সভায় এ কথা বলেন তিনি। এসময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘ই-কমার্স বন্ধ করে দেওয়া ঠিক হবে না। আইনের আওতায় এনে ই-কমার্সকে সুশৃঙ্খল করতে হবে। যাতে করে কেউ প্রতারণা করতে না পারে। মানুষ কম দামে পণ্য পেতে চাইবে, এটাই বাস্তবতা।’

ইভ্যালি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা ইভ্যালির রাসেলের সম্পদের হিসাব করে দেখব। যদি দেখি তাকে বের করা গেলে তার সম্পদ বিক্রি করে কিছু টাকা ফেরতের ব্যবস্থা হয়, তাহলে সেই আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। এ বিষয়ে আইনমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।’

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর