২৬ সেপ্টেম্বর, ২০২১ ১৮:৪৬

দেশে অগ্নিনির্বাপণ ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

দেশে অগ্নিনির্বাপণ ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, দেশে অগ্নিনির্বাপণ ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। প্রতিটি উপজেলায় অন্তত একটি করে ফায়ার স্টেশন স্থাপনের কাজ শেষ পর্যায়ে। চলমান প্রকল্পগুলো শেষ হলে দেশে ফায়ার স্টেশনের সংখ্যা হবে ৫৬৫টি। জনবলের সংখ্যা হবে ১৬ হাজার।

আজ রবিবার দুপুরে রাজধানীর মিরপুর ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সে ৪১তম ব্যাচের অফিসার্স ফাউন্ডেশন কোর্সের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।

মন্ত্রী আরও বলেন, সারা বিশ্বে প্রতিনিয়ত দুর্যোগ দুর্ঘটনার চিত্র পরিবর্তিত হচ্ছে। বাংলাদেশেও ব্যতিক্রম নয়। দুর্যোগপ্রবণ এই দেশে দুর্যোগ প্রশমনের জন্য ফায়ার সার্ভিস কর্মীদের যেমন কাজ করতে হবে, তেমনি উদ্ভাবনী বিবেচনা শক্তি দিয়ে সংঘঠিত দুর্ঘটনার ক্ষয়-ক্ষতিও সীমিত রাখতে হবে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর