পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, ‘আগামী প্রজন্মকে বিশ্বমানের শিক্ষায় গড়ে তুলতে কাজ করে যাচ্ছে সরকার।’
আজ শনিবার শরীয়তপুরের নড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘শিক্ষার গুণগত মান উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার মানোন্নয়নে যে বহুমুখী পদক্ষেপ নিয়েছেন তা বাস্তবায়ন করার মূল কারিগর হচ্ছেন শিক্ষকরা। প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তান মনে করে পরিশ্রম দিয়ে প্রকৃত মানুষ হিসেবে তারা যদি নিরলস শিক্ষা দান করেন তাহলে আগামী প্রজন্ম সোনার বাংলা গড়তে অগ্রণী ভূমিকা পালন করবে।’
নড়িয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মোছলেহ্ উদ্দিন মৃধার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক, নির্বাহী অফিসার শেখ রাশেদুজ্জামান এবং বাংলাদেশ শিক্ষক সমিতি শরীয়তপুর জেলা শাখার সভাপতি মো. আনোয়ার কামাল।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ