নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, লেখাপড়ার পাশাপাশি প্রতিটি স্কুলে শরীর চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের একজন সুন্দর মনের মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। মাধ্যমিকের কমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি একটু আনন্দ বিনোদনের প্রয়োজন আছে। লেখাপড়া বোঝা হিসেবে চাপিয়ে দিলে হবে না। বর্তমান সরকারের শিক্ষানীতি সে ভাবেই প্রণয়ন করা হয়েছে। শিক্ষার বিভিন্ন কারিকুলাম নিয়ে গবেষণা করা হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৪৯টি মাধ্যমিক বিদ্যালয়ে বাদ্যযন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ রাসেল মিনি স্টেডিয়াম সেতাবগঞ্জ বড় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নিবার্হী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে বাদ্যযন্ত্র বিতরণকালে সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, যুগ্ম সম্পাদক অধ্যাপক এটিএম মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
এরআগে বোচাগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শম্মান প্রাঙ্গনে শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এসময় রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি সুবোদ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ সাহা প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন