ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রাথমিকভাবে ১ লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
তিনি বলেন, দুর্ঘটনার পর থেকে আজ পর্যন্ত ২০ জন মারা গেছে। আহত হয়েছে ৩৫ জন। সেখান থেকে তাদের বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়েছে। অনেকে সুস্থ হয়েছেন, মোট ১০ জন এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাদের সুস্থ হওয়া পর্যন্ত খরচ বহন করবে রেল মন্ত্রণালয়।
বৃহস্পতিবার দুপুরে ট্রেন দুর্ঘটনা নিয়ে রেল ভবনে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল ইসলাম সুজন সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, আমি দেশের বাইরে ফার্স্ট এশিয়ান রেল সামিটে ছিলাম। দুর্ঘটনার কারণে আমি ২ দিন আগে গতকাল চলে এসেছি। এ মৃত্যু কাম্য নয় কখনো। যারা দোষী তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, এ ঘটনায় রেল মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে এ কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ঘটনায় আমরা সংশ্লিষ্ট ৩ জনকে সাসপেন্ড করেছি। তদন্ত প্রতিবেদন পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/শফিক