৫ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৩৪

সন্ত্রাস চাঁদাবাজি ও দখলবাজদের দলে ঠাঁই নেই : আমীর খসরু

নোয়াখালী প্রতিনিধি :

সন্ত্রাস চাঁদাবাজি ও দখলবাজদের দলে ঠাঁই নেই : আমীর খসরু

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শুধু ত্রাণ সামগ্রী নয়. ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করার চিন্তা রয়েছে বিএনপির। তবে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি ও দখলবাজদের দলে ঠাঁই নেই।

বুধবার দুপুরে নোয়াখালী সদরের খলিফা হাটে ও চর মটুয়ায় পৃথক স্থানে বন্যা দুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেছেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, নতুন বাংলাদেশের সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে তারেক রহমানের ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে দেশের মৌলিক সমস্যার সমাধান আছে। বিএনপি সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায়। শেখ হাসিনা পালানোর পর দেশের মানুষের যে মনোজগৎ সৃষ্টি হয়েছে-তা বুঝতে হবে, মানুষের প্রত্যাশাকে বুঝতে হবে, যুব সমাজের আকাক্সক্ষা বুঝতে হবে।

সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহম্মেদ, জেলা কৃষক দলের সভাপতি ভিপি পলাশ, ভিপি জসিমসহ বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/শআ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর