বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘বিএনপি হিন্দু সম্প্রদায়কে দেশ ও জনগণের অংশ মনে করে। বিএনপি কোনো ধর্মীয় জনগোষ্ঠীকে রাজনৈতিকভাবে ব্যবহার করে না। ধর্মকে রাজনীতিতে বা রাজনীতিকে ধর্মে টেনে আনে না।’
‘ধর্ম নিয়ে রাজনীতি নয়, সকল ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধ এবং ধর্ম ও দলমত নির্বিশেষে রাষ্ট্র সবার নীতিতে বিশ্বাসী বিএনপি। রাষ্ট্র মেরামতের কর্মসূচিতে এসব বিষয়গুলো বিএনপি সুস্পষ্টভাবে সম্পৃক্ত করেছে।’
আজ শনিবার হালুয়াঘাটের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।
এদিন তিনি শাকুয়াই, স্বদেশী, ধারা, নড়াইল ও সদর ইউনিয়ন এবং পৌর এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন। সেইসঙ্গে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের জনগণকে তার নিজের এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানান।
পূজামণ্ডপে তিনি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে পূজার উপহার হিসেবে বস্ত্র বিতরণ করেন।
নির্বিঘ্নে, নিরাপদে, উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সন্তোষ প্রকাশ করে এমরান সালেহ প্রিন্স বলেন, দুর্গাপূজা এবং হিন্দু সম্প্রদায়কে কেন্দ্র করে পতিত স্বৈরাচারী দল আওয়ামী লীগের ও দেশি বিদেশি চক্রান্ত চলছে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।
এসময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শুক্কুর মাহমুদ, উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আবু হাসনাত বদরুল কবির, আলী আশরাফ, আলমগীর মাহমুদ আলম, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, বিএনপি নেতা চেয়ারম্যান শফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, মোনায়েম হোসেন খান খোকন, হাফিজ উদ্দিন, নুরুল আমিন, জেলা যুবদলের সহ-সভাপতি তারিকুল ইসলাম চঞ্চল, যুগ্ম সম্পাদক আবদুল মালেক, হাবিবুর রহমান হাবিব, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আবদুল আজিজ খান, তারিকুল ইসলাম চঞ্চল, হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক আবদুল মালেক, হাবিবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নুরে আলম জনি, সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, জেলা জাসাসের সহ-সভাপতি রাব্বি কায়সার আরাফাত, যুবদল নেতা মাজহারুল ইসলাম রিপন, সারোয়ার আহমেদ রুবেল, ছাত্রদল নেতা আল আমিন, শাহীন আলম, আল মামুন,জসিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জুনাইদ