হাঙরের কামড়ে নাজেহাল গুগলের সমুদ্রের নিচের স্থাপন করা ফাইবার। এই মাছের আক্রমণ রুখতে অবশেষে বুলেটপ্রুফ ফাইবার ব্যবহারের সিদ্ধান্ত নিতে বাধ্য হলো এ সার্চ ইঞ্জিন।
সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে, হাঙরের ধারালো দাঁতের মরণ কামড়ে ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে সমুদ্রের তলদেশে বসানো তাদের কয়েকশ' কোটি ডলারের তার। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি গুগলের বেশ কিছু সার্ভিস ব্যাহত হচ্ছে বলে তারা জানিয়েছে।
প্রশান্ত মহাসাগরের নীচ দিয়ে ফোন ও ইন্টারনেটের তার যুক্তরাষ্ট্র এবং জাপানের মতো বেশ কয়েকটি দেশে গিয়েছে। হাঙরের কামড়ের ফলে গুগণের সার্ভিস ব্যাহত হচ্ছে সমুদ্রের পাশাপাশি থাকা বেশ কয়েকটি দেশে। এই বিষয়ে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে জাপানের কাছ থেকে।
তবে একটি সমীক্ষায় জানা যায়, বিদ্যুৎ ও চৌম্বকীয় ক্ষেত্র হাঙরদের ভীষণভাবে আকৃষ্ট করে। তার জেরেই মূলত এই বিপত্তি। যদিও পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই তৎপর হয়েছে সংস্থাটি।
জানা যায়, মহাসাগরের নীচে এবার ব্যবহার করা হবে কেলভার। এটি হলো অত্যন্ত শক্ত ধরনের বুলেটপ্রুফ ফাইভার। সামরিক বাহিনীর অস্ত্রে এই ফাইবারটি ব্যবহার করা হয়ে থাকে। কেলভারে হাঙর কামড় দিলেও কোনো ক্ষতি হবে না বলে আশাবাদী গুগল।