পুরুষদের মধ্যে বন্ধ্যাত্বের সমস্যা দূর করতে একটি বড়সড় উপায় খুঁজে পেয়েছেন বৈজ্ঞানিকরা। তারা একটি বিশেষ প্রোটিনের সাহায্যে এমন শুক্রাণু তৈরি করার দাবি করেছেন যার সাহায্যে বন্ধ্যাত্ব দূর করা সম্ভব। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের মাধ্যমে জানা যায়, ক্বীন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা পিএডব্লুপি নামের প্রোটিনের সাহায্যে শুক্রাণু তৈরিতে সফলতা পেয়েছেন।
প্রধান গবেষক ডা. রিচার্ড ঔকো জানিয়েছেন, পিএডব্লু প্রোটিনে অতিরিক্ত ক্ষমতা রয়েছে যার ফলে এর থেকে তৈরি সিনথেটিক শুক্রাণু ও প্রজনন স্থিতি তৈরি করতে সক্ষম।
ফ্রান্সের একটি গবেষণায় দেখা গেছে, পুরুষদের মধ্যে বন্ধ্যাত্বের সমস্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। এতে দেখা যায়, প্রতি ছয় জন দম্পতির মধ্যে একজন দম্পতি বীর্যের গুণগত মানের কারণে বন্ধ্যাত্বের শিকার হয়েছেন। এমন অবস্থায় এই গবেষণা বন্ধ্যাত্বের চিকিৎসার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিক।
এতদিন পর্যন্ত বন্ধ্যাত্ব রোধ করার জন্য আইভিএফ (টেস্টটিউব বেবি) পদ্ধতি প্রয়োগ করা হত। যেখানে পুরুষের কেবল একটি শুক্রাণুকে মহিলার ডিম্বাশয়ে প্রবেশ করিয়ে গর্ভধারণ করানো হত। ব্রিটেনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন থেকে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে বন্ধ্যাত্ব চিকিৎসার ক্ষেত্রে কেবল ৩৭ শতাংশ ক্ষেত্রেই সফলতা পাওয়া গেছে। সম্প্রতি এই গবেষণাটি ফ্যাসেব জার্নালে প্রকাশিত হয়েছে।