কখনো কি ভেবেছেন গোয়াল ঘরে রোবট ব্যবহারের কথা? হয়ত না। তবে ইউনো নামের এক রোবট জার্মানির এক গোয়াল ঘরে দিব্যি কাজ করছে। গরুদের নিয়মিত খাবার দেয় এটি। আল্ট্রাসাউন্ডের ভিত্তিতে নিজের কাজের রাস্তা খুঁজে নেয় ইউনো। তবে কোথায়, কতবার তাকে যেতে হবে তা আগেই প্রোগ্রাম করা থাকে।
জার্মানির এক দুগ্ধ খামারের ম্যানেজার লিসা রুসিশ এ বিষয়ে বলেন, আমাদের ইউনো বেশ কাজের লোক। সে দিনে ১২ বার গরুদের খাবার দেয়। আগে থেকে বানানো প্রোগ্রাম অনুযায়ী কাজ করে রোবটটি।
রুসিশ বলেন, গরুরা ইউনোকে অনেক ভালোবাসে। তার মাধ্যমেই গরুদেরকে প্রয়োজনমত, নিয়ম মেনে খাবার সরবরাহ সম্ভব হয়। এতে দুধের উৎপাদন বাড়ে। গরুর দুধ দোয়াতেও ব্যবহার করা হয় রোবটটি। এটি শুরুতে দুধের বোঁটা পরিষ্কার করে। এরপর স্বয়ংক্রিয়ভাবে দুধ দোয়ানোর কাজ শুরু হয়।
প্রতিটি গরু থেকে প্রতিদিন ৬০ লিটার দুধ বের করে নেয় রোবটটি। আর গরুদের ঘাড়ে একটি ট্রান্সপন্ডার লাগানো আছে। ফলে রোবট সেটিকে চিনতে পারে। এমনকি গরুর গোবরও নিয়মিত সরিয়ে নেয় একটি মেশিন।
ভাবছেন, একটি বোরট আর কত কাজ করবে! ইউনো প্রয়োজনমত গোয়াল ঘরে নতুন বালু ছিটিয়ে দেয়। এমনকি গরুদের পছন্দানুযায়ী গোসলের ব্যবস্থাও করে এটি।