যুগটা বুঝি অ্যাপের। যখন তখন যেমন খুশি অ্যাপ ডাউনলোড করা চাইই। কিন্তু তাতে বিপদ থাকতে পারে। যেমনটা হয়েছে পেরুর লিমায় বসবাসরত এক তরুণীর। প্ল্যানচ্যাট অ্যাপ ডাউনলোড করার ফলে তাকে নাকি ভূতে ধরেছে।
ভূতপ্রেমীরা তো জানেনই ওইজা বোর্ড ব্যবহৃত হয় প্ল্যানচেটের সময়ে আত্মা নামানোর কাজে। প্যাট্রিসিয়া কুইপ নামের ওই তরুণী ওইজা বোর্ড মোবাইল ফোন অ্যাপ ডাউনলোড করেছিলেন। তারপর মজাও করেন বন্ধুদের সঙ্গে। বাড়ি ফিরে বেশ অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। হঠাৎ মেঝেতে ছিটকে পড়ে যান এবং তার মুখ দিয়ে গেঁজলা বের হতে শুরু করে।
বাবা-মা দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিয়ে যান প্যাট্রিসিয়াকে। তরুণী তখন চিৎকার করতে বলতে থাকেন, ‘৬৬৬’... ‘আমাকে ছেড়ে দাও... আমাকে ছেড়ে দাও’। তার গলার স্বর তখন বদলে গিয়েছে।
শেষ পর্যন্ত প্যাট্রিসিয়াকে হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগে ভর্তি করতে হয়। সাইকিয়াট্রিস্টরা জানালেন, ওইজা বোর্ড নিয়ে খেলার ফলে তার ভিতরে কোনো প্রকার হিস্টিরিয়া দেখা দিয়েছে।
বিডি-প্রতিদিন/ ১০ এপ্রিল, ২০১৬/ রশিদা