মেয়েদেরকে হাঁটু পর্যন্ত লম্বা স্কার্ট পরে স্কুলে আসার নির্দেশ দিয়েছে নিউজিল্যান্ডের একটি স্কুল কর্তৃপক্ষ। তাদের যুক্তি- 'মেয়েদের নিরাপদ রাখতে, ছেলেদের বাজে চিন্তা থেকে মুক্ত রাখতে এবং পুরুষ কমকর্তাদের জন্য কাজের ভালো পরিবেশ সৃষ্টির জন্য' এ পদক্ষেপ নেওয়া হয়েছে। একইসঙ্গে খাটো স্কার্ট পরলে শাস্তির কথাও জানিয়ে দেওয়া হয়েছে।
সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
অকল্যান্ডে হেন্ডারসন হাইস্কুল কর্তৃপক্ষ গত সপ্তাহে একাদশ শ্রেণির ৪০ ছাত্রীকে নিয়ে একটি বৈঠক করে। এতে স্কুলের উপাধ্যক্ষ চেরিথ টেলফোর্ড বলেন, ছাত্রীদের হাঁটু পর্যন্ত লম্বা স্কার্ট পরতে হবে।
শ্যাডি টাটেল নামে এক ছাত্রী বলেন, ''আমাদেরকে হাঁটু পর্যন্ত লম্বা স্কার্ট পরতে বলা হয়েছে। এটি না করলে স্কুল শেষে শাস্তি দেওয়া হবে বলেও জানানো হয়েছে।''
স্কুল কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে অভিভাবক ও নারীবাদীরা। ম্যাসেই ইউনিভার্সিটির শিক্ষক এবং নারীবাদী ধারাভাষ্যকার ডেবোরাহ রাসেল বলেন, ''এ সিদ্ধান্তে আমি খুবই বিরক্ত। এই বার্তা দ্বারা বোঝানো হচ্ছে, তরুণদের যৌন আচরণের জন্য তরুণীরাই দায়ী। এছাড়া এটা তরুণদের কাছে বার্তা দেয় যে তাদের যৌন আচরণ অনিয়ন্ত্রণযোগ্য।''
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল ২০১৬/ এস আহমেদ