পকেট থেকে মাত্র ১১ রুপি বের করলেই হবে। 'পাপমুক্তি' ঘটবে আপনার। শুধু কি তাই? সেইসঙ্গে আপনি পেয়ে যাবেন পাপমুক্তির 'প্রশংসাপত্র'ও!
ভারতের রাজস্থানের প্রতাপগড় জেলার গৌতমেশ্বর মহাদেব মন্দির। মন্দিরের গায়ে লাগোয়া একটি পুকুর। কথিত আছে, মন্দির লাগোয়া সেই পুকুরের পানিতে স্নান করলেই নাকি সব পাপ ধুয়ে যায়! এর সঙ্গেই রয়েছে সার্টিফিকেটের বন্দোবস্ত। এজন্য আপনাকে খরচ করতে হবে ১১ রুপি। এর মধ্যে ১০ রুপি হচ্ছে 'দোষ নিবারণে'র জন্য আর ১ রুপি প্রণামী।
সারাক্ষণই ভিড়ে জমজমাট এই মন্দির। অনেকে একে বলেন 'পাপমোচন তীর্থ'! আবার অনেকে বলেন, 'উপজাতিদের হরিদ্বার'। স্বাধীনতার পর থেকেই নাকি এমন হয়ে আসছে গৌতমেশ্বর মন্দিরে। অপরাধীরা এখানে এসে স্নান করে প্রশংসাপত্র নিয়ে চলে যায়।
যাই হোক, একবার ভাবুন দেখি, দেশের সব অপরাধী যদি এখানে এসে এভাবে প্রশংসাপত্র নিয়ে চলে যায়, তাহলে দেশের বিচার ব্যবস্থার কী হবে?
সূত্র: জি নিউজ
বিডি-প্রতিদিন/২৬ মে, ২০১৬/মাহবুব