এক গালে নাকি চড় মারতে নেই। অনেক সময় মেজাজ খারাপ থাকলে চপাট করে চড় বসিয়ে দেন এক গালে। এখনও কেউ এক গালে চড় মারলে অপর পক্ষকে বলতে শোনা যায় এক গালে চড় মারলি কেন, বিয়ে হবে না।
এটা নিছক সংস্কার নয় এর পিছনে রয়েছে যুক্তিও। সেই যুক্তি হল, চড় মারার সময় উত্তজেনাবশত যদি খুব জোরে লাগে তাহলে আচমকা গাল একপাশে ঘুরে যেতে পারে এবং সেক্ষেত্রে থাইরয়েড গ্রন্থিতে চোট লাগতে পারে।
তেমন ঘটনা ঘটলে বিভিন্ন রকমের বিপদের কারণ হতে পারে। তাই এক গালে চড় মারা কোন ভাবেই উচিত নয়।
সূত্র: কলকাতা ২৪
বিডি প্রতিদিন/২৮ মে ২০১৬/ হিমেল-০৪