স্পাইডার ম্যানকে এতদিন আমরা টিভির পর্দায় দেখেছি। অনায়াসে এ বাড়ির দেওয়াল থেকে ও বাড়ির দেওয়ালে যেতে সক্ষম স্পাইডার ম্যান। এবার স্পাইডার ম্যানকে দেখা গেল ক্লাসরুমে। তবে সেটা সিনেমার ক্লাসরুম নয়, বাস্তব ক্লাসরুমে।
স্পাইডার ম্যানের পোশাক পরে বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছেন এক প্রফেসর। অভাবনীয় এই ঘটনার সাক্ষী মেক্সিকোর উনাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জানা যায়, ক্লাসরুমকে বিশ্বের সবথেকে সুখী জায়গা বানাতেই এই পরিকল্পনা নেন তিনি। বাড়ি থেকে সুপার হিরোর পোশাক পরেই বের হন। এরপর মেট্রোতে করে বিশ্ববিদ্যালয়ে আসেন ছাব্বিশ বছর বয়সী বিজ্ঞান বিভাগের এই অধ্যাপক।
বিডি প্রতিদিন/০৪ জুন ২০১৬/হিমেল-০২