পাকিস্তানের বালুচিস্তানের আদি বাসিন্দা সর্দার জন মোহাম্মদ ৩৫ সন্তানের জনক। তার স্ত্রী ৩ জন। কিন্তু আবারও বিয়ে করবেন তিনি। খোঁজা হচ্ছে পাত্রী। কেন? কারণ তিনি চান তার ১০০টি ছেলেমেয়ে থাকবে। জন মোহাম্মদ নাকি ফেসবুকে অনেক বিয়ের প্রস্তাবও পাচ্ছেন। অপেক্ষা শুধু যোগ্য পাত্রীর!
তিন স্ত্রী, ২১ কন্যা আর ১৪ পুত্র নিয়ে জনের সংসার। বাড়িতে একমাত্র উপার্জনকারী ব্যক্তি তিনি একা। পেশায় ডাক্তার। মাসে কমপক্ষে ১ লক্ষ ২০ হাজার টাকা খরচ হয় তার। তবে পরিবারের ভরণপোষণে তাঁর নাকি কোন সমস্যাই হয় না। ডাক্তারি করার পাশাপাশি একটা ব্যবসাও চালান তিনি। কয়েক দিন আগে তাঁর দুই স্ত্রী দু’টি শিশু কন্যার জন্ম দিয়েছেন। তাতে বেজায় খুশি জন। তিনি চান প্রত্যেক সন্তান উচ্চশিক্ষিত হবে। সময় পেলেই বাড়ির উঠোনে সন্তানদের সাথে ক্রিকেট খেলেন জন, এমনকি পড়াতেও বসান। সমস্যা হলো ছেলে-মেয়েদের নাম ঠিকঠাক মনে রাখতে পারেন না। মাঝে মাঝেই গুলিয়ে ফেলেন। তবে ১০০ সন্তানের বাবা যে তিনি হবেনই তার জন্য তোড়জোড় চলছে।
বিডি-প্রতিদিন/ ০৪ জুন, ২০১৬/ আফরোজ