ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় কাড়াকাড়ি পড়ে গেছে তাকে নিয়ে। ঠিক তাকে নিয়ে নয়, তার মাথাভর্তি চুল নিয়েই মূলত যত হৈচৈ। আদর করে ডাকা হচ্ছে ‘বেবি বিয়ার’। তবে যাকে নিয়ে এতো হৈচৈ আর অালোচনা তার এসব নিয়ে একটুও নড়াচড়া নেই। কারণ তার বয়স মাত্র ২ মাস। এসব সে বুঝতেই পারছে না; বরং তার চুল নিয়ে ঘাঁটাঘাঁটি করলে বেজায় বিরক্ত হয় সে।
বাচ্চাটি থাকে যুক্তরাজ্যের ব্রাইটনে। তার মায়ের নাম চেলসি নুন। ৩২ বছর বয়সী এই নারীর তিন সন্তানের মধ্যে সবচে' ছোট জুনিয়র কক্স-নুনের জন্ম হয়েছে মাথাভর্তি বিচিত্রদর্শন চুল নিয়ে। ঘন সোনালি চুলের সবটাই খাড়া। হঠাৎ দেখলে মনে হবে, পার্লারে গিয়ে দচুল সেট করা হয়েছে। মা চেলসি তো রীতিমতো ভয় পেয়ে যান। কিন্তু ডাক্তাররা জানান, কয়েকদিনের মধ্যেই এই চুল পড়ে যাবে। ৯ সপ্তাহ পার হওয়ার পরও চুল পড়ার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। তারউপর চুল যেন অারও বাড়ছে। বেবি কক্সের চুল দেখে তাতে হাত বোলানোর ইচ্ছাটা দমন করতে পারেন না অনেকেই। বার বার চুলে হাত পড়ায় খুবই বিরক্ত কক্স। তবে সম্ভবত সবসময় বিরক্তি লাগে না তার, কেননা কখনো কখনো দাঁতবিহীন মাড়ি বের করে মিষ্টি হাসিও দেয় সে। আর সোশ্যাল মিডিয়ায় কক্সের ছবি ভাইরাল হওয়ার পর সে রীতিমতো সেলিব্রিটি!
বিডি-প্রতিদিন/ ০৮ অক্টোবর, ২০১৬/ আফরোজ