পৃথিবীতে প্রতিনিয়ত নানা ধরনের বিস্ময়কর ঘটনা ঘটছে। এবার একটি নোকিয়া মোবাইল দুর্বৃত্তের ছোড়া বন্দুকের গুলি আটকে দিয়ে এক ব্যক্তির জীবন বাঁচিয়ে এই বিস্ময় বাড়িয়ে দিয়েছে।
গত সপ্তাহে আফগানিস্তানে ঘটনাটি ঘটেছে বলে টুইট করে বিষয়টি জানিয়েছেন মাইক্রোসফটের জেনারেল ম্যানেজার পিটার স্কিলম্যান। তিনি টুইটে লিখেছেন, ‘যে ফোনটা নিয়ে আমি কাজ করেছিলাম বছর কয়েক আগে, সেই ফোনটাই গত সপ্তাহে আফগানিস্থানে এক ভদ্রলোকের প্রাণ বাঁচিয়েছে।’
এসময় তিনি ওই ভাঙা নোকিয়া ফোনের ছবিও পোস্ট করেছেন, যাতে আটকে রয়েছে একটি বন্দুকের গুলি। যদিও ফোনটি কীভাবে কার প্রাণ বাঁচিয়েছে, তা নিজের টুইটে জানাননি পিটার। তবে বন্দুকের গুলি আটকে এর আগেও মানুষের প্রাণ বাঁচিয়েছে মোবাইল।
২০১৪ সালে বুক পকেটে রাখা লুমিয়া ৫২০-র কল্যাণে প্রাণে বেঁচে যান ব্রাজিলের এক পুলিশ অফিসার। আর ২০১৩-তে এইচটিসি ইভো থ্রি ডি বন্দুকের গুলি রুখে দিয়ে প্রাণ বাঁচিয়েছিল ফ্লোরিডার এক স্টেশন ক্লার্কের। এবারেও আফগানিস্তানে সেই রকমই কোনো ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
বিডি প্রতিদিন/ ০৮ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম