সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নোকিয়া মোবাইল সম্পর্কে নানা ধরনের মজার কথা প্রচলিত রয়েছে। যেমন, নোকিয়া মোবাইল মাটিতে পড়ায় মাটি ফেটে গিয়েছে কিংবা নোকিয়া ফোন দিয়ে আঘাত করে চোর, ডাকাত তাড়াচ্ছে কোন ব্যক্তি। আবার শোনা যায় নোকিয়া ফোন দিয়ে ঢিল ছুড়ে গাছ থেকে আম পাড়া যায়।
কিন্তু এবার বাস্তবে ঘটল এমন এক আশ্চর্য ঘটনা। নোকিয়া মোবাইল বাঁচাল ব্যক্তির প্রাণ। জানা গেছে, আফগানিস্তানে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালালে সেই গুলি রীতিমতো আটকে দেয় নোকিয়া মোবাইল। ব্যক্তির পকেটে থাকা নোকিয়া ফোনটিতে বুলেট এসে লাগে এবং তা ভেদ করে ব্যক্তির শরীরে কোন আঘাত করতে পারেনি সেটি।
এই তথ্য মোবাইল ফোনের ছবি-সহ নিজের টুইটার অ্যাকাউন্টে আপলোড করেছেন মাইক্রোসফটের জেনারেল ম্যানেজার পিটার স্কিলম্যান। যদিও টুইট থেকে আফগানিস্তানের সেই ব্যক্তি এবং গোটা ঘটনা সম্পর্কে বিশেষ তথ্য জানা যাচ্ছে না। তবুও পিটারের এই টুইট প্রকাশ্যে আসতেই রীতিমতো ঝড় উঠে গেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। নোকিয়া সংক্রান্ত প্রচলিত কথাগুলি আবারও তরতাজা হয়ে ফিরে এসেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে স্কিলম্যানের টুইটের পর।
বিডি প্রতিদিন/ ৯ অক্টোবর ২০১৬/হিমেল