আমেরিকার নিউ হ্যাম্পশায়ারে এক ব্যতিক্রমধর্মী ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। সেই অঞ্চলের এক দোকানদার তার ক্রেতাদের জন্য এই ভোট কেন্দ্রের ব্যাবস্থা করেছে। তার দোকানের ক্রেতাদের ভোট দেওয়ার সুবিধার্থে তিনি এই ভোটকেন্দ্র খুলেছেন বলে জানিয়েছেন। হিলারি ও ট্রাম্প উভয় দলের সমর্থকরা তাদের ভোট দিতে পারবেন। কেন্দ্রের দুইপাশে দুজনের জন্যই ব্যালট পেপার রয়েছে। কিন্তু অন্য ভোট কেন্দ্র থেকে এই ভোট কেন্দ্রটি একটু ভিন্ন। কারণ এখানে ব্যালট ফেলতে হবে টয়লেটে! খবর ইয়াহু নিউজের।
নিউ হ্যাম্পশায়ারের এই দোকান মালিকের নাম ক্রিস ওয়েন্স। তার দোকানের ভোট কেন্দ্রের দু’পাশে হিলারি ও ট্রাম্পের মূর্তি রাখা আছে। ট্রাম্পের মূর্তির পাশে লেখা-‘আমি যদি নির্বাচিত হই তাহলে প্লাইমাউদ ও রামনির মধ্যে একটি দেয়াল বানিয়ে দেব। এবং রামনি এর জন্য অর্থ দেবে।’ উল্লেখ্য প্লাইমাউথ ও রামনি হচ্ছে পাশাপাশি দুটি শহর।
এই ভোটকেন্দ্র স্থাপন করে ক্রিস ওয়েনস বর্তমানে এলাকার তারকা বনে গেছেন রাতারাতি। নিউ হ্যাম্পশায়ারের একটি পাবলিক রেডিওতে তার সাক্ষাতকার প্রচারিতও হয়েছে। সেখানে ওই দোকানমালিক জানান, 'তার অনেক ক্রেতাই সেখানে ভোট দিচ্ছেন। এরই মধ্যে প্রায় কয়েকশ ব্যালট সংগ্রহ করেছেন বলে তিনি জানান'।
তবে তার এই মজা করাটা যে আগামী মাসের নির্বাচনকে কেন্দ্র করে সেটা বলার অবকাশ রাখে নাহ। তার এই মজাতে সাড়া দিয়ে আনন্দ নিচ্ছেন পুরো হ্যাম্পশায়ারবাসী।
বিডি-প্রতিদিন/৯ অক্টোবর, ২০১৬/তাফসীর