সম্প্রতি ভারতের দিল্লির এক তরুণী তার বান্ধবীর রোমহর্ষক অভিজ্ঞতার কথা ফেসবুক পোস্টে জানানোর পর থেকেই লাইক আর শেয়ারের সংখ্যা বাড়তে শুরু করেছে। তরুণী ঘটনার বিবরণটি যেভাবে দিয়েছেন- তার বান্ধবী ১৭ বছরের তরুণী দিল্লির পঞ্জাবিবাগ এলাকায় বাজারে যাওয়ার পথে লক্ষ্য করলেন, দুই ব্যক্তি তাকে অনুসরণ করছে। তখন রাত ১০টা। রাস্তায় লোকজন নেই! তরুণী বুঝতে পারে, ওই দুই ব্যক্তির মনে কোন কু-মতলব রয়েছে।
পাঁচ মিনিট পিছু হাঁটার পরেই তরুণীর কোমর জড়িয়ে ধরে টানতে শুরু করে দুষ্কৃতীরা। সাহায্যের কোন আশাও নেই। নিজেকে বাঁচাতে তাই দুর্দান্ত কৌশল অবলম্বন করেন তরুণী। রাস্তার আলো ম্লান ছিল। তার ওপর বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি চুলও বাঁধেননি। এই চেহারায় দুর্বৃত্তদের সঙ্গে তিনি ভূতুড়ে অভিনয় শুরু করেন। হঠাৎ অট্টহাসিতে তরুণী তাদের এক জনের চোখের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে থাকেন। অসংলগ্ন কথার মাধ্যমে বুঝিয়ে দেন, তার ওপর যেন কোন ভূতের প্রভাব কাজ করছে। তরুণীর এমন হাবভাব দেখে এক সময় ঘাবড়ে যায় দুষ্কৃতীরা। তাদের আতঙ্ক বাড়িয়ে দিতে এক লম্পটের হাতে নখ বসিয়ে দেন তরুণী। ঝরঝর করে রক্ত ঝরে পড়লে তা নিজের মুখে মাখিয়ে আর বীভৎস রূপ ধারণ করেন তরুণী। এবার প্রচণ্ড ভয় পেয়ে যায় দুর্বৃত্তরা। তরুণীকে ছেড়ে দিয়ে তড়িঘড়ি সেই জায়গা ছেড়ে ছুটে পালায় তারা। নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরে তরুণী। বিপদের সময় এমন বুদ্ধির পরিচয় সকলে দিতে পারেন কী? তাই এই সাহসী তরুণীর প্রশংসায় পঞ্চমুখ সোশ্যাল মিডিয়া।
বিডি প্রতিদিন/এ মজুমদার