সেলফি রোগে ডুবছে গোটা পৃথিবী। কিন্তু এবার খবর একটু ভিন্ন রকমের। মার্কিন যুক্তরাষ্ট্রে স্কুল ছাত্রীদের নগ্ন সেলফি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যানোন সিটি হাইস্কুলের এমনই একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেল মিডিয়ায়। একেবারেই ঠান্ডা মাথায় ভেবে-চিন্তে সেই স্কুলের ছাত্রীরা নিজেদের অর্ধ নগ্ন সেলফি পোস্ট করছেন নিজেরাই।
প্রায় একশো জন ছাত্রীর একটি চক্র দীর্ঘদিন ধরেই এই অপকর্মটি চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। খবর প্রকাশ্যে আসতেই মুখ খোলে স্কুল কর্তৃপক্ষ। শুরুতে গোটা ঘটনা চেপে গিয়ে এসব খবর তারা জানেন না বলে জানান।
তবে পরে বিবৃতি দিয়ে এই ঘটনা স্বীকার করে নেন স্কুল কর্তৃপক্ষ। জানা গেছে, স্কুলের ফুটবল দলের একটা বড় অংশ সক্রিয়ভাবে এই চক্রটি চালাত। সেখানে নিয়মিত নগ্ন ছবি, অন্তর্বাস পরিহিত সেলফি আপলোড করা হত। এ ঘটনায় বাদ যাননি ১২-১৩ বছরের ছাত্রীরাও। যাদের শারীরিক গঠন এখনও সম্পূর্ণ হয়নি, তারাও এই দলে নাম লিখিয়েছেন। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজন ছাত্রীকে। বিগত কয়েক মাসে প্রায় চারশো ছবি আপলোড করেছেন এই স্কুলের ছাত্রীরা।
বিডি প্রতিদিন/১১ অক্টোবর ২০১৬/হিমেল