অফিসে এসেই লাইনে দাঁড়িয়ে পড়েন নারী কর্মীরা। একটু পরেই নিজের ঘর থেকে বেরিয়ে আসেন বস। তখন সকলে একে একে গিয়ে বসের ঠোঁটে চুম্বন করেন ওই নারীরা। চীনের এক অফিসে এটি নিয়মে পরিণত হয়েছে।
বেইজিংয়ের এই কোম্পানির অর্ধেকের বেশি কর্মচারীই নারী। সকলকেই বাধ্যতামূলকভাবে এই রীতি মেনে চলতে হয়। চাকরি বাঁচাতে তাই দিনের পর দিন এই কাজ করে চলেছেন কর্মীরা।
সংস্থাটির বস মনে করেন, ঠোঁটে চুমু দেওয়ার ফলে কর্মীরা কাজের জন্য উৎসাহ বোধ করবেন। শুধু তাই নয়, এর ফলে নাকি অফিসের প্রতি ভালবাসা ও এক ধরনের বন্ধুসুলভ পরিবেশ তৈরি হয়। তাই তিনি এই নিয়ম চালু করেছেন।
সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর তুমুল সমালোচনা শুরু হয়েছে। কেন এরকম একটা নিয়ম চলছে তা নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। কিন্তু জানা গেছে, এ সমালোচনা নতুন নয়। কেননা সব কর্মীই যে বসের ঠোঁটে চুমু দিতে ইচ্ছুক তা নয়। তাই সমালোচনা আগেও হয়েছিল। দু’জন নারী কর্মী এই নিয়ম মানতে নারাজ হন। তখন তাঁদের জোর করে কোম্পানি থেকে বরখাস্ত করা হয়। সমস্ত সমালোচনা সত্ত্বেও এই নিয়ম চালিয়ে যেতে বদ্ধপরিকর সংস্থার কর্ণধার। আর তাই চাকরি বাঁচাতে বসের ঠোঁটে চুম্বনকেই মেনে নিয়েছেন বহু নারী কর্মচারী। সেই ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
বিডি প্রতিদিন/১১ অক্টোবর ২০১৬/হিমেল