শিরোনাম শুনে হয়তো অবাক হচ্ছেন, ভাবছেন পাঠা (পুরুষ ছাগল) আবার কিভাবে দুধ দিবে। শিরোনামটি অবাক করার মতো হলেও ঘটনাটি আসলেই সত্য। চাঁপাইনবাবগঞ্জের নাচোলে একটি পাঠা প্রতিদিন হাফ লিটার করে দুধ দিচ্ছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ অলৌকিক ঘটনা দেখতে প্রতিদিন তার বাড়িতে শতশত মানুষ ভিড় জমাচ্ছেন। পাঠার মালিক নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের টাকাহারা গ্রামের বাবুলাল রায়ের ছেলে উপেন রায় জানান, তার গৃহপালিত ছাগলের পেট থেকে এ পাঠার জন্ম হয়। ২/৩ মাস আগে থেকে ওই পাঠার হরমন পরিবর্তন ঘটে এবং বাট থেকে দুধ পড়তে দেখা যায়। প্রথমে সামান্য দুধ পেলেও পরবর্তীতে একপোয়া থেকে দেড়পোয়া এবং বর্তমানে সেটি বেড়ে হাফ লিটারে পরিণত হয়েছে।
বিডি প্রতিদিন/ ১১ অক্টোবর ২০১৬/হিমেল