ভারতের দক্ষিণ দিল্লির কালকাজিতে চারদিন স্ত্রীর মরদেহ নিয়ে একই ছাদের নিচে কাটিয়ে দিলেন ৯০ বছরের বৃদ্ধ গোবিন্দ রাম জেঠরানি। পুলিশ গোপীর দেহ উদ্ধার করার পর থেকেই কথা বলা বন্ধ করে দিয়েছেন গোবিন্দ। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান বার্ধক্যজনিত অসুখ এবং অপুষ্টিতে ভুগে মৃত্যু হয়েছে ৮৫ বছরের গোপীর। স্ত্রীর মৃত্যুর চারদিন পর গোবিন্দ প্রতিবেশীর কাছে গিয়ে সাহায্যের আর্জি জানান। আর এরপরেই পুলিশের কাছে খবর দেয়া হয় প্রতিবেশীদের তরফ থেকে। তদন্ত করতে পুলিশ গোবিন্দর বাড়ি পৌঁছলে, গোবিন্দ তাদের বলেন, আসতে আসতে কথা বলুন! আমার স্ত্রী ঘুমোচ্ছে।
প্রতিবেশীদের দাবি, নিঃসন্তান গোবিন্দ মানসিক অবসাদে ভুগতেন। আর অবসাদগ্রস্ত হওয়ার কারণেই স্ত্রীর মৃত্যু মেনে নিতে পারেননি।
জানা গিয়েছে, স্বামী-স্ত্রী ৪২ বছরের পুরনো বাড়িটিতে থাকতেন। বাড়ির কোনও দরজা জানালাও তারা খোলা রাখতেন না। গোবিন্দকে মাঝেমধ্যে পথেঘাটে দেখা গেলেও গোপীকে বহুদিন দেখেননি প্রতিবেশীরা।
বিডি প্রতিদিন/১২ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা