মাঝ আকাশে ভারতীয় বিমানে নগ্ন হওয়ার অভিযোগ ওঠেছে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনার পরেই বিমানবালারা ফ্লাইট ক্যাপ্টেনের কাছে অভিযোগ জানান। পরে ওই ব্যক্তিকে বিমানে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেয়া হয়। বিমানটি দিল্লি পৌঁছলে যুবককে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, ভুবনেশ্বর থেকে দিল্লির উদ্দেশ্যে বিমানযাত্রা শুরু হলে, যুবক প্রথমে বিমানবালাদের তার সিট বেল্ট আটকাতে সাহায্য করতে বলেন। সাহায্য করতে গেলে আচমকাই যুবক বিমানের শৌচাগারে ঢুকে পড়েন এবং অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকেন। সহযাত্রীরা জানিয়েছেন, সেখান থেকেই সে বিমানবালাদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন ওই যুবক।
বিমানে সফর করার সময়, সহযাত্রী এবং বিমানবালাদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা এই প্রথম নয়। ২০১৫ সালে গোটা বিশ্বের বিমানসংস্থাগুলি মোট ১০,৮৫৪ যাত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে, যারা সফরকালে অসদাচরণ করেছিলেন।
বিডি প্রতিদিন/১২ অক্টোবর, ২০১৬/ফারজানা