কারাগার থেকে ছাড়া পেয়ে গেছে অভিযুক্ত সেই ধর্ষক! আর তাইতো সে ভয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করল তরুণী। ভারতের মধ্যপ্রদেশের এক গ্রামের ঘটনা এটি। জানা যায়, শরীরের ৪০ শতাংশ পুড়েও গেছে তরুণীর। এখন একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তবে এই ঘটনার পরই ফের গ্রেফতার করা হয় ওই অভিযুক্ত ধর্ষককে। পুলিশ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবি সংস্থা ওই তরুণী ও তার পরিবারের দিকে সুনজর দিয়েছে।
ধর্ষণের ঘটনাটি ঘটেছিল গত ফেব্রুয়ারিতে। ওই তরুণীকে গণধর্ষণ করে গ্রামের দুই দুষ্কৃতি। ঘটনার পর তাদের গ্রেফতারও করে পুলিশ। মূল অভিযুক্ত এখনো কারগারে থাকলেও সম্প্রতি আরেক আসামি ছাড়া পেয়েছে। এমন খবর শুনেই ভয় পেয়ে যায় ওই তরুণী। মেয়েটি ভেবেছিল ছাড়া পেয়েই হয়তো বা প্রতিশোধ নেওয়ার জন্য ফের ধর্ষণ করতে চাইবে তাকে। প্রাণহানির আশঙ্কায় নিজেই আত্মহত্যার পথ বেছে নিতে চাইছিল তরুণী। নিজের বাড়িতেই গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছিল সে। পরিবারের সদস্যরা তড়িগড়ি করে তাকে ওই অবস্থায় হাসপাতালে নিয়ে যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার