ভারতে যৌনকর্মীদের ওপর সম্প্রতি একটি সমীক্ষা চালানো হয়। সমাজের নিগৃহীত শ্রেণিটির নানা তথ্য সে সমীক্ষায় ওঠে এসেছে। এতে দেখা যায় ভারতে মোট যৌনকর্মীর সংখ্যা ২০-৩০ লাখ। এর মধ্যে একটা বড় সংখ্যকই ইচ্ছার বিরুদ্ধে এই পেশায় এসেছেন।
ভারতে প্রচুর নেপালি মেয়ে যৌনকর্মী হিসেবে কাজ করেন। এদের যে অংশ কিশোরী বয়সে যৌন পেশায় এসেছেন তাদের বেশিরভাগকেই জোর করে নিয়ে আসা হয়েছে। ২০ বা তার চেয়ে বেশি বয়সে যেসব মেয়েরা এ ব্যবসায় এসেছেন তাদের অধিকাংশই এসেছেন বাধ্য হয়ে। ভারতে যৌনকর্মীদের ৯০ ভাগ যৌন ব্যবসাকেই নিজেদের পেশা হিসাবে বেছে নেন।
বিডি প্রতিদিন/৮ নভেম্বর, ২০১৬/ফারজানা