বিশ্বের সবচেয়ে উঁচু গাছের সন্ধান পাওয়া গেছে। আইল্যান্ড অব বর্নিওতে অবস্থিত ওই গাছের উচ্চতা ৩০৯ ফুট। গাছটির মাথা আমেরিকার স্ট্যাচু অব লিবার্টির উচ্চতাকেও ছাড়িয়ে গেছে।
পৃথিবীর উচ্চতম ৫০টি ট্রপিক্যাল গাছের সন্ধান করেছেন এক ইকোলজিস্ট। কার্নেগি ইনস্টিটিউট অব সায়েন্স এর ইকোলজিস্ট গ্রেগরি আসনরে এই উদ্ভিদটিকে খুঁজে বের করেছেন। বাকি ৪৯টি গাছের অবস্থানও মালয়েশিয়ার বর্নিও স্টেট অব সাবাহতেই।
গ্রেগরি জানান, গাছটির উচ্চতা ৯৪ মিটার বা প্রায় ৩০৯ ফুট। বর্নিওর যে অঞ্চলে এটি রয়েছে সেখানে মানুষের আনাগোনা তেমন নেই। কাজেই এটা চোখে পড়ার কথা নয়। বোঝা যায়, বিজ্ঞানের কাছে এই ট্রপিক্যাল গাছগুলোর অনেক তথ্যই অজানা। যদিও এসব অঞ্চল কৃষিকাজ, খনি এবং অন্যান্য কাজের প্রয়োজনে পরিষ্কার করা হচ্ছে। এই বিশাল গাছের ডালগুলো ১৩২ ডায়ামিটারে বিস্তৃত হয়ে রয়েছে।
আসনের আরও জানান, কিছু গাছের অস্তিত্ব হুমকির মুখে। অনেক গাছ রক্ষণশীল অঞ্চলে রয়েছে। তবে উচ্চতম গাছগুলো এমন স্থানে যা ভবিষ্যতে প্রয়োজনে কেটে ফেলা হতে পারে। কাজেই প্রকৃতির এই বিস্ময়কর উপাদানগুলোকে রক্ষা করা দরকার।
কার্নেগি ইনস্টিটিউট অব সায়েন্সের এয়ারবর্ন অবজারভেটরি লেজার রশ্মির ব্যবহার করে গাছের উচ্চতা নির্ণয় করে। গ্রহের সর্বোচ্চ উচ্চতার গাছগুলোর দেখাশোনা করবেন বলে কথা দেন গ্রেগরি।
তিনি জানান, প্রকৃতির পরিবর্তনে উঁচু গাছের সংখ্যা দিন দিন কমে আসছে। এমন উঁচু গাছ আর দেখা যায় না। এ ছাড়া উদ্ভিদের বেড়ে ওঠারও একটা সীমা থাকে। তবে ৯৪ মিটার উঁচু একটা গাছের কথা ভাবাই যায় না। বোঝা যায়, সীমার সর্বোচ্চতেই অবস্থান করছে গাছটি। আশা করা যায়, এমন গাছের আরও সন্ধান মিলবে। আর সে পথেই হাঁটবে এয়ারবর্ন অবজারভেটরি।
সূত্র : ফক্স নিউজ
বিডি প্রতিদিন/১২ নভেম্বর ২০১৬/হিমেল-১৯