সবাই যখন আসন্ন ভ্যালেন্টাইন দিবস পালনে তৎপর। এরই মাঝে ভারতের মধ্যপ্রদেশে দেখা গেছে ভ্যালেন্টাইন ডে বিরোধী এক কঠিন নোটিশ। নোটিশ জারিকারি আর কেউ নয়- প্রদেশের ছিন্দবারা জেলার কালেক্টর জে কে জৈন।
ওই নোটিশে ভ্যালেন্টাইন্স ডে’র নাম পাল্টে পিতা-মাতা দিবস করার প্রস্তাব করা হয়। একই সঙ্গে বলা হয়েছে এই দিনটিতে মা-বাবার পূজা করতে।
আদিবাসী প্রধান এই জেলার সব স্কুল-কলেজে এরই মধ্যে নোটিশটি পাঠিয়ে দেওয়া হয়েছে।
নোটিশে বিশেষভাবে বলা হয়- শিশু-কিশোর ও তরুণ-তরুণীদের মাঝে পিতা-মাতার প্রতি শ্রদ্ধাভাব প্রদর্শনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তাই আগামী ১৪ ফেব্রুয়ারি জেলার সব সামাজিক সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানে এ দিনটি বিশেষভাবে উদযাপন করতে হবে।