প্রমিস ডে-তেই এবার দেখা গেল বিশ্বাসভঙ্গের ছবি। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত স্বামীকে পুলিশের কাছে ধরিয়ে দিল তারই স্ত্রী। সে সময় সেই নারীর স্বামীর সঙ্গে তার প্রেমিকাকেও হাতেনাতে পাকড়াও করা হয়। ভারতের সল্টলেকে এক গেস্ট হাউসে আপত্তিকর অবস্থায় পাওয়া যায় এই দুজনকে।
জানা যায়, বাঘাযতীনের বাসিন্দা অভিযুক্ত দীপঙ্কর দাসের সঙ্গে ২০০৮ সালে বিয়ে হয়েছিল রিমা দাসের। রিমার অভিযোগ, "যে বেসরকারি সংস্থায় দীপঙ্কর কাজ করেন, সেখানেই তার এক সহকর্মীর সঙ্গে বিয়ের পরপরই সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি।"
এই বিষয়টি প্রকাশ পেতেই রিমার পরিবারে অশান্তি শুরু হয়। এমনকি দু-তিন মাস আগে তার স্বামী ও স্বামীর প্রেমিকা মিলে তাকে হত্যা করার চেষ্টা করে বলেও দাবি করেন রিমা দাস। এরপরই ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যান তিনি।
গতকাল রিমা খবর পান সল্টলেকে একটি গেস্ট হাউসে উঠেছেন তার স্বামী ও তার প্রেমিক। এরপরই পুলিশে খবর দেন তিনি। হাতেনাতে ধরা পড়ে যায় দুজনই। পুলিস তাদের গ্রেফতার করেছে।
সূত্রঃ জি ২৪ঘণ্টা।
বিডি-প্রতিদিন/ ১২ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৪