ভারতের গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন ময়নাগুড়ি ব্লকের রামসাইতে দু’টি বাইসনের তাণ্ডবে আহত হলেন বিচাভাঙ্গার বিট অফিসার-সহ দুই গ্রামবাসী। তাঁদের গুরুতর অবস্থায় দেশটির জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রের খবর, রবিবার সকালে গরুমারা জাতীয় উদ্যান থেকে দুটি বাইসনে দলছুট হয়ে রামসাইয়ের মোটা হরিসেবা এলাকায় চলে আসে। সেখান থেকে প্রথমে মলিন রায় নামে এক গ্রামবাসীর বাড়িতে ঢুকে একটি অল্টো গাড়িকে গুঁতো দিয়ে ভেঙ্গে ফেলে। আহত হন বাবলু রায় নামে একজন গ্রামবাসী।
এলাকায় বাইসন ঢুকে পড়ার খবর পেয়েই ঘটনাস্থলে যান গরুমারা বন্যপ্রাণী বিভাগের আধিকারিক ও বনকর্মীরা। বাইসন দুটিকে বাগে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় তাঁদের। বাইসনের গুঁতোয় আহত হন বিট অফিসার প্রবীর সরকার। অন্যদিকে, বাইসন দেখতে কাতারে কাতারে লোক ভিড় করে ওই এলাকায়। সেই লোকজন দেখে বাইসনের ছুটোছুটি আরো বেড়ে যায়। টানা ৬ ঘন্টা চেষ্টার পর ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয় বাইসন দুটিকে। গুলি খেয়ে দু’টি বাইসনেরই মৃত্যু হয়েছে। সূত্র: এবেলা।
বিডি প্রতিদিন/এ মজুমদার