মোদির ‘বেটি বাঁচাও’ প্রকল্পের প্রভাব ভারতের সব জায়গায় এখনও পৌছায়নি। তার প্রমান মিললো তেলেঙ্গানার একটি গ্রামে স্বামীর বিবাহ বিচ্ছেদের হুমকির জেরে স্ত্রীর নিজের হাতে খুন করল সদ্যজাত কন্যাসন্তানকে।
সোমবার এ ঘটনা ঘটেছে তেলেঙ্গানার নালগোন্ডা জেলায়। এক দম্পতির তৃতীয়বারে কন্যাসন্তান হয়। এর জেরে স্বামীর বিবাহ বিচ্ছেদের হুমকি। হুমকির জেরে এক আদিবাসী নারী তার সদ্যজাত কন্যা সন্তানকে খুন করেছে বলে অভিযোগ। ঘটনার জেরে স্থানীয় পুলিশ নাগামনি ও তার স্বামী রামাভাত জয়রামকে গ্রেফতার করেছে।
অভিযুক্ত নারী নালগোন্ডা জেলার দেভরাকণ্ডা ব্লকে পদ্মাবতী গ্রামে বসবাস করে। দেভরাকণ্ডা অঞ্চলের হাসপাতালে সম্প্রতি নাগামনি একটি কন্যাসন্তানের জন্ম দেয়। পুলিশের প্রাথমিক অনুমান, ‘দম্পতির তৃতীয়বার কন্যা সন্তান হয়। এর জেরে নাগামনির স্বামী জয়রাম বিবাহ বিচ্ছেদের হুমকির পাশাপাশি অন্য নারীকে বিবাহ করার কথাও জানায়। রাগে আদিবাসী নারী তার সদ্যজাত কন্যাসন্তানকে খুন করে।
স্থানীয় সূত্রের খবর, অভিযুক্ত দম্পতির প্রথম কন্যাসন্তানের বয়স পাঁচ বছর। দ্বিতীয় সন্তান জন্মের পরেই মারা যায়।