গৃহকর্মীকে নজরদারিতে রাখতে মালিক বসালেন সিসিটিভি। বাড়িতে গৃহকর্তার অবর্তমানে (তরুণী) ক্যামেরায় ধরা পড়ল গৃহকর্মীর যতো কাণ্ডকারখানা। সম্প্রতি আমেরিকার লস অ্যাঞ্জেলসের একটি বাড়ির ওই গৃহকর্মীর নানা কাণ্ড সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ঘটনার বিস্তারিত জানা যাক। গৃহকর্তার কৌতুহলী মন জানতে চাইল তিনি বাসায় না থাকলে গৃহকর্মী একা ঘরে কি করেন। ব্যাস, প্রতিটি রুমে বসিয়ে দিলেন গোপন সিসিটিভি। সেই ক্যামেরায় গৃহকর্মীর রসাত্মক কিছু কাণ্ডকারখানা ধরা পড়ল। ক্যামেরায় ধরা পড়া ফুটেজটিতে দেখা যায়, বাড়ির মালিক দুপুরবেলা কাজে বেরিয়ে যাওয়ার পরই বাড়ি ফাঁকা পেয়ে ভোল বদলে যাচ্ছে তরুণী গৃহকর্মীর। তিনি পানি পান করছেন। এ সময় বেশ খানিকটা পানি তরুণীর পোশাকে পড়ে যাচ্ছে।
এরপর দেখা গেল লঙ্কাকাণ্ড। ভিজে পোশাক থেকে শরীরকে বাঁচাতে নিজের সমস্ত পোশাক খুলে ফেলছেন তরুণী। একটা সময় বাড়ির মালিকের পোশাকই পরে ফেলছেন। নিজের ভেজা পোশাক ধুয়ে নিচ্ছেন বাড়ির ওয়াশিং মেশিনে। দিনের শেষে সময় মতো বেরিয়ে যাচ্ছেন বাড়ি থেকে।
ওই মালিক সেই ভিডিও পোস্ট দেন সোশাল মিডিয়ায়। বলা বাহুল্য, পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভিডিওটি ভাইরাল হয়েছে। সেই সঙ্গে তীব্র সমালোচনার শিকার হচ্ছেন পোস্টকারী নিজেও।
বিডি প্রতিদিন/এ মজুমদার