ইতালির রাজধানী রোমের কাছে আলবান হিলের ভেলেট্রি শহরে বাস করেন ৭০ বছর বয়সী লুসিয়ানো বাইত্তি।কিন্তু মানুষটিই এখন বিশ্বব্যাপী মানুষের কাছে এক বিস্ময়ের নাম। আর তার কারণ হল তিনি এখন পর্যন্ত ১৫ বার অনার্স-মাস্টার্স করেছেন। খবর বার্তা সংস্থা এএফপির।
বার্তা সংস্থা এএফপির প্রকাশিত এক প্রতিবেদন হতে জানা যায়, নিজের বাড়ি আর বাগানের ছোট খাটো কাজ করেই সময় কাটে লুসিয়ানোর। তবে গভীর রাতে ঘুমের মায়া ত্যাগ করে তিনি হাতে তুলে নেন পাঠ্যবই। পড়তে থাকেন একনাগাড়ে। আর তার এই প্রচেষ্টার ফল স্বরুপ তিনি ইতালির বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ১৫টি অনার্স-মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।
নিজের এই সফলতায় আনন্দঘন প্রতিক্রিয়ার সঙ্গে লুসিয়ানো বলেন, ‘বইগুলোর প্রতি ধন্যবাদ জানাই। প্রতিটি সময় আমি নিজেকে নতুন চ্যালেঞ্জে নিযুক্ত করি এবং এর মাধ্যমে আমি দেখতে চাই, আমার শরীর এবং মেধা কতদূর যেতে পারে।’
বিডি-প্রতিদিন/ ১৫ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৯