ফিলিপাইনের বিভিন্ন সৈকতে সম্প্রতি ভেসে এসেছে বেশ কিছু অদ্ভুত আকারের সামুদ্রিক প্রাণীর দেহ। বিজ্ঞানীরা ধারণা, প্রাণীর দেহগুলো শক্তিশালী ভুমিকম্পের পূর্বাভাস। চলতি মাসে ৩০ ফুটের লম্বা মাছের মতো কিছু প্রাণীর দেহ (বাঁ দিকে) ভেসে আসার পর পরই দু'টি জোরালো কম্পনে কেঁপে ওঠে ফিলিপাইন।
এরপর বিজ্ঞানীদের ব্যাখ্যা, সমুদ্রের ৩ হাজার ফুট গভীরে এদের বাস। সমুদ্রের তলায় কম্পনেই ওদের ম়ৃত্যু হয়েছে। একই ভাবে বুধবার ১৫ ফুট লম্বা একটি লোমশ দেহাংশ ভেসে আসে (উপরে)। সেটি কোন বিশালাকায় প্রাণীর অংশ বলেই মনে করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব